আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৫ দিন বন্ধ থাকবে দেশের সব সংবাদপত্র। ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত ছুটি থাকবে বলে জানিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
বুধবার (২৮ মে) নোয়াব সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,“নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। সেই অনুযায়ী ৬ জুন (বৃহস্পতিবার) থেকে ১০ জুন (সোমবার) পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশিত হবে না।”
এর মানে, ৫ দিনের ছুটিতে সংবাদকর্মীরা অবকাশে থাকবেন, আর পাঠকদেরও পত্রিকা ছাড়া কাটবে ঈদের উৎসবের কয়েকটি দিন।
ঈদ উপলক্ষে সংবাদপত্র প্রকাশনা বন্ধ থাকায় অনেক পত্রিকা অনলাইন সংস্করণে সীমিত পরিসরে আপডেট দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সম্পাদকীয় নীতির ওপর নির্ভর করবে।
একুশে সংবাদ / ঢ.প/এ.জে