AB Bank
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন, সভাপতি তাহের, সম্পাদক কাউছার


Ekushey Sangbad
রামগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০৭:১১ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন, সভাপতি তাহের, সম্পাদক কাউছার

আনন্দঘন পরিবেশে রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক ২০২৪-২৬ইং  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক মানবজমিন পত্রিকার রামগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু তাহের সভাপতি এবং দৈনিক সময়ের আলো পত্রিকার প্রনিনিধি কাউসার হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।


শনিবার (১০ফেব্রুয়ারি) সকাল ১১টায় রামগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে এ ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়ে ভোট গননা শেষে দুপুর ২টায় মধ্যে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয় । নির্বাচনে ৩৬জন সদস্যদের মধ্যে সর্বমোট ২১ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে। এর মাঝে ৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।


কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে নবচেতনার প্রতিনিধি মনির হোসেন বাবুল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি আমাদের সময় প্রতিনিধি জাকির হোসেন পাটোওয়ারী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ন-সাধারণ সম্পাদক কালবেলার প্রতিনিধি ইকবাল হোসেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সাধারণ সম্পাদক দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি ইকবাল খন্দকার শান্ত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকালের খরব প্রতিনিধি শাহ আলম, অর্থ সম্পাদক আমার সংবাদ প্রতিনিধি রাজু আহম্মেদ, দপ্তর সম্পাদক পদে বাংলাদেশের আলোর প্রতিনিধি জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নতুন দিন প্রতিনিধি তামজিদ হোসেন রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক  দৈনিক ভোরের সময় প্রতিনিধি হাসানুজ্জামান, নির্বাহী সদস্য দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাকা, দৈনিক সংবাদ এমরান হোসেন পাটোওয়ারী, দৈনিক আলোকিত বাংলাদেশ মাসুদ রানা মনি, এমরান হোসেন রাজন।


নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভূমি কর্মকর্তা মোঃ রাসেল ইকবাল, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান, প্রিজাইডিং এর দায়িত্বে ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনোয়ার হোসেন ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। এসময় নির্বাচন কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন মঞ্জুরুল হক ফারুক, রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম বাবর ও রহমত উল্যাহ পাটোওয়ারী।


নব-নির্বাচিত রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে বিজয়ীরা জানান, দীর্ঘদীন পরে রামগঞ্জ প্রেসক্লাবের একটি আমেজপুর্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আশা করি আগামী ২ বছর নতুন এ কমিটি ঐক্যবদ্ধভাবে রামগঞ্জ উপজেলার মানুষের জন্য কাজ করে যাবে। সমাজের অন্যায়, অনিয়ম, সমস্যা, সংকট, সম্ভাবনার কথা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তুলে ধরা হবে ইনশাআল্লাহ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!