চোখের মণির রঙ নির্ভর করে মেলানিন নামে একটি পলিমারের পরিমাণের ওপর। পলিমারটি টাইরোসিন নামে একটি অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি।

মেলানিন বেশি তৈরি হলে চোখের মণি কালো দেখায়। আর কম হলে দেখায় নীল। আবার মেলানিনের পরিমাণ মাঝামাঝি হলে সবুজ দেখায়।

মেলানিনের পরিমাণ নির্ভর করে আমাদের দেহে মেলানিন তৈরির জিনগুলোর ওপর। এই জিন মা–বাবা থেকে আসে।

সবুজ মণি বিরল। কারণ, মাঝামাঝি পরিমাণ মেলানিন তৈরির জন্য যে জিনের মিলন প্রয়োজন, সেটি মানুষের জিনপুলে খুব কম থাকে।
একুশে সংবাদ/ এসএডি