AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন করে আরও ২টি যুদ্ধজাহাজ যুক্ত হলো ভারতীয় নৌবহরে


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৫৮ পিএম, ১৮ মে, ২০২২
নতুন করে আরও ২টি যুদ্ধজাহাজ যুক্ত হলো ভারতীয় নৌবহরে

 

নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস ‘সুরাত’ ও ফ্রিগেট আইএনএস ‘উদেয়গিরি’ নামের আরও ২ টি যুদ্ধজাহাজ যুক্ত হলো ভারতীয় নৌবহরে।

 

মঙ্গলবার (১৭ মে) মুম্বাইয়ের ডক ইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ দু’টি জাহাজ উন্মুক্ত করা হয়।

 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাহাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন । এ সময় তিনি বলেন, মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস ‘সুরত’ ও ফ্রিগেট আইএনএস ‘উদয়গিরি’ ভারতের সামরিক স্বনির্ভরতার প্রতীক।

 

প্রতিরক্ষা মন্ত্রী বলেন, জাহাজগুলো ভারতের কৌশলগত শক্তি ও দক্ষতা তুলে ধরেছে । এখন থেকে সারা বিশ্বের জন্য যুদ্ধজাহাজ তৈরি করবে ভারত, এমন মন্তব্যও করেন তিনি।

 

উল্লেখ্য, গত ৫ বছরে ভারতের বাজেটের দুই-তৃতীয়াংশের বেশি ব্যয় করা হয়েছে নৌবাহিনীর  দেশীয় প্রযুক্তিতে তৈরি সরঞ্জামের জন্য। ভারতের নৌবাহিনীর নির্মাণাধীন ৩৯টি জাহাজ এবং সাবমেরিনের মধ্যে ৩৭টি ভারতীয় শিপইয়ার্ডে তৈরি হচ্ছে।

একুশে সংবাদ.কম/য.ট.জা.হা

Link copied!