AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নিয়ে সুখবর


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৮:৩৪ পিএম, ১ জুলাই, ২০২৫

ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নিয়ে সুখবর

ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য বড় পরিমাণ মূল্যছাড়ের ঘোষণা এসেছে। ‘এক দেশ, এক রেট’ নীতিমালার আওতায় গ্রাহক পর্যায়ে ১০ এমবিপিএস গতি সম্পন্ন ইন্টারনেট প্যাকেজ এখন পাওয়া যাবে ৫০০ টাকায়, যা আগে ছিল ৭০০ টাকা।

মঙ্গলবার (১ জুলাই) ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এ মূল্যহার ১ জুলাই থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে অধিকাংশ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ১০ এমবিপিএস গতির প্যাকেজ সরবরাহ করে থাকে। সেই অনুযায়ী ৫০০ টাকা মূল্যে নতুন প্যাকেজ চালু করা হচ্ছে। তবে মাসিক বিলের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ হবে এবং এটি গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে আইএসপিরা।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, “ব্রডব্যান্ডের গতি ও মান বৃদ্ধিতে আমরা সরকারকে পাশে পেতে চাই। যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল ও রাজস্ব ভাগাভাগির নিয়ম শিথিল করা হয়, তবে ২০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “বেশিরভাগ গ্রাহক ভ্যাট পরিশোধে অনাগ্রহ দেখালেও দেশের উন্নয়নে রাজস্ব নিশ্চিত করতে আমরা এখন তা নিয়মিত আদায় করব এবং যথাযথভাবে চালান প্রদান করব।”

এর আগে, ২২ মে বিটিআরসি ‘এক দেশ, এক রেট’ ঘোষণা করে সর্বোচ্চ ইন্টারনেট মূল্য নির্ধারণ করে। সে অনুযায়ী ৫ এমবিপিএসের সর্বোচ্চ মূল্য ৪০০ টাকা, ১০ এমবিপিএস ৭০০ টাকা এবং ২০ এমবিপিএস ১ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়।

 


একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!