AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশিদের ১১ হাজার কোটি টাকা নিয়ে চম্পট এমটিএফই


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
১২:০১ পিএম, ১৯ আগস্ট, ২০২৩

বাংলাদেশিদের ১১ হাজার কোটি টাকা নিয়ে চম্পট এমটিএফই

ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে প্রায় ১ বিলিয়ন ডলার বা প্রায় ১১ হাজার কোটি টাকা নিয়ে বন্ধ হয়েছে দুবাই ভিত্তিক মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম পঞ্জি মডেলের ব্যবসা প্রতিষ্ঠান এমটিএফই। আর এই ১ বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ৯০ শতাংশ অর্থই বাংলাদেশি বিনিয়োগকারীদের বলে অভিমত সাইবার বিশ্লেষকদের।

 

শুক্রবার (১৮ আগস্ট) রাতে গণমাধ্যমকে একাধিক সাইবার বিশ্লেষক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বিষয়টি নিশ্চিত করেন।

 

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের গণমাধ্যমকে বলেন, ‘অনেকদিন থেকেই আমরা এই প্ল্যাটফর্মটি নিয়ে সতর্কতা দিয়ে আসছিলাম। কিন্তু মানুষ লোভের ফাঁদে পড়ে এখানে টাকা দিচ্ছিল। তিনদিন আগে জানতে পারি, এখানে যারা টাকা দিচ্ছিলেন তারা আর টাকা উঠাতে পারছিলেন না। আজ পুরোপুরিভাবে এমটিএফই তাদের সিস্টেম বন্ধ করে দিয়েছে।’

 

আরেক সাইবার বিশ্লেষক মাহবুবুর রহমান বলেন, ‘এটা একটা স্ক্যাম। বাংলাদেশে তাদের কোনো অফিস নেই, কোন নির্দিষ্ট জনকাঠামো নেই। স্থানীয় কিছু এজেন্টদের দিয়ে তারা মানুষের থেকে টাকা নিতো। তারপর তাদেরকে আবার অন্য বিনিয়োগকারীদের আনতে বলতো। এমএলএম বা পনজি যেভাবে কাজ করে আর কি। ডেসটিনি যেমন গাছ দেখিয়ে টাকা নিয়েছে, এরা ক্রিপ্টোকারেন্সি বলে সাধারণ মানুষদের থেকে টাকা নিয়েছে।’

 

প্রসঙ্গত, বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী এমএলএম ব্যবসা পরিচালনা এবং ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন অবৈধ এবং নিষিদ্ধ।

 

একুশে সংবাদ/এসএপি
 

Shwapno

সর্বোচ্চ পঠিত - তথ্য-প্রযুক্তি

Link copied!