AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লঞ্চের আগেই ফাঁস ASUS Zenfone 10 স্মার্টফোনের ফিচার


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৯:০৬ পিএম, ১৪ মার্চ, ২০২৩
লঞ্চের আগেই ফাঁস ASUS Zenfone 10 স্মার্টফোনের ফিচার

বাজারে Asus-এর বিশেষ জনপ্রিয়তা রয়েছে। আর সেই জনপ্রিয়তাকে মাথায় রেখেই Asus তার ব্য়বহারকারীদের জন্য় সুখবর নিয়ে এল। Zenfone 9-এর পর এবার Asus তার Zenfone 10-এ কাজ করছে। আশা করা হচ্ছে, Zenfone 10 কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে। এতে Galaxy S23-এর চেয়ে বড় একটি স্ক্রিন দেওয়া হবে। এছাড়া স্মার্টফোনটিতে একটি 200MP প্রাইমারি ক্যামেরা দেখা যাবে। আসুন জেনে নিন Zenfone 10 কবে লঞ্চ হবে এবং এর দাম কত হবে।

 

ASUS Zenfone 10-এর সম্ভাব্য স্পেসিফিকেশন:

 

প্রাইসবাবার একটি রিপোর্ট অনুসারে, আসন্ন ASUS Zenfone 10 (AI2302) 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.3-ইঞ্চি AMOLED ডিসপ্লে বৈশিষ্ট্যযুক্ত হবে। স্মার্টফোনটি Snapdragon 8 Gen 2 প্রসেসর দওয়া হবে। ফোনটি 16GB RAM এবং 256GB/512GB ইন্টারনাল স্টোরেজ সহ আসবে। ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে চলবে।

 

Zenfone 10-এ OIS সাপোর্ট সহ একটি 200MP প্রাথমিক ক্যামেরা থাকবে। ডিভাইসটির লঞ্চের বিষয়ে, হ্যান্ডসেটটি 2023 সালের চতুর্থ ত্রৈমাসিকে আত্মপ্রকাশ করবে। ডিভাইসটি তিনটি রঙের বিকল্পে দেওয়া হবে। Zenfone 10 একটি IP68-রেটেড ডাস্টপ্রুফ এবং ওয়াটারপ্রুফ বডি থাকবে।

 

অন্য়দিকে, 2022 সালে ASUS Zenfone 9 চালু করা হয়েছিল। হ্যান্ডসেটটিতে 2400×1080 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ একটি 5.9-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনটিতে 800 নিট পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা, 112% DCI-P3 কালার গামাট এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাস সুরক্ষা রয়েছে। হ্যান্ডসেটটিতে 5G সাপোর্ট, 4G VoLTE, স্টেরিও স্পিকার, 3.5mm অডিয়ো জ্যাক, Wi-Fi 802.11x 6e, সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB Type-C পোর্ট এবং NFC সাপোর্ট রয়েছে। ASUS Zenfone 9 মডেলে একটি 50 মেগাপিক্সেলের Sony IMX766 প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছে একটি 12 মেগাপিক্সেলের Sony IMX363 আলট্রা ওয়াইড লেন্স। সেলফির জন্য এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে 12 মেগাপিক্সেলের Sony IMX663 ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে একটি 4300 এমএএইচ ব্যাটারি এবং 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

 

একুশে সংবাদ.কম/ট.ন.প্র/জাহাঙ্গীর

Link copied!