AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০১ জুন, ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

যেভাবে এসির সঙ্গে সিলিং ফ্যান চালালে আপনার ইলেকট্রিসিটি বিল কম আসবে


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৮:৫৯ পিএম, ৮ মার্চ, ২০২৩
যেভাবে এসির সঙ্গে সিলিং ফ্যান চালালে আপনার ইলেকট্রিসিটি বিল কম আসবে

এসির সঙ্গে আপনি যদি পাখা চালান, তাহলে ঘর যেমন দ্রুত ঠান্ডা হতে পারে, তেমনই আবার বিদ্যুৎ বিলও নিয়ন্ত্রিত হতে পারে। কিন্তু কীভাবে এসি ও ফ্যান চালালে আপনার ইলেকট্রিক বিল কম আসতে পারে, সেই পদ্ধতি জেনে নিন।

 

গরমকাল পড়ে গিয়েছে। মার্চের শুরুতেই দেশের বেশিরভাগ বাড়িতেই চলছে হাই-স্পিড ফ্যান। সমানতালে এসিও চলছে অনেক বাড়িতে। তবে এমন অনেক বাড়ি আছে, যেখানে ইলেকট্রিক বিলের ভয়ে এসি চালায় না।

 

একথা ঠিক যে, এসি চালালে বিদ্যুৎ বিল ভালই আসে। কিন্তু ঠিকঠাক উপায়ে আপনি যদি এসি চালাতে জানেন, তাহলে ইলেকট্রিসিটি বিল বেশি আসার কথা নয়। অনেকেই আছেন, যাঁরা এসি চালিয়ে ইলেকট্রিক বিল কম করার জন্য একাধিক পন্থা অবলম্বন করেন। তার মধ্যেই সেরা একটি উপায় হল, এসির সঙ্গে সিলিং ফ্যান চালিয়ে দেওয়া।

 

এসির সঙ্গে আপনি যদি পাখা চালান, তাহলে ঘর যেমন দ্রুত ঠান্ডা হতে পারে, তেমনই আবার বিদ্যুৎ বিলও নিয়ন্ত্রিত হতে পারে। কিন্তু কীভাবে এসি ও ফ্যান চালালে আপনার ইলেকট্রিক বিল কম আসতে পারে, সেই পদ্ধতি জেনে নিন।

 

অনেকে কিছুক্ষণের জন্য এসি চালিয়ে তা বন্ধ করে সঙ্গে-সঙ্গে পাখা চালান। এই পদ্ধতিতে আপনার ঘর সেভাবে ঠান্ডা হওয়ার সম্ভাবনা নেই। তবে আপনাকে এসি ও ফ্যান একসঙ্গে চালাতে হবে। তবেই ঘর দ্রুত ঠান্ডা হবে। তবে একটা বিষয়ে সতর্ক থাকতে হবে যাতে সিলিং ফ্যানের সঙ্গে এয়ার কন্ডিশনার চালানোর সময় পাখার থার্মোস্ট্যাট সেটিং প্রায় 4° ফারেনহাইট বাড়তে পারে। শুধু তাই নয়। এভাবে এসি ও ফ্যান একসঙ্গে চালালে আপনি ইলেকট্রিক বিলও অনেকটা কমাতে পারবেন। তবে তা নির্ভর করছে, আপনি কতক্ষণ এয়ার কন্ডিশনার ও সিলিং ফ্যান ব্যবহার করছেন।

 

একুশে সংবাদ.কম/পি.আই.প্র/জাহাঙ্গীর