AB Bank
ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর, ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রদর্শনীর প্রবেশদ্বারে দুই নগ্ন মডেলকান্ডে চারদিকে হইচই


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৩৯ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৩
প্রদর্শনীর প্রবেশদ্বারে দুই নগ্ন মডেলকান্ডে  চারদিকে হইচই

ব্রিটেনের রয়্যাল অ্যাকাডেমির একটি শিল্প প্রদর্শনীর প্রবেশদ্বারে দাড়িয়ে এক জন নগ্ন মহিলা ও এক জন নগ্ন পুরুষ মডেল। ঢুকতে হলে দর্শককে দু’জন নগ্ন মডেলের মাঝখান দিয়ে যেতে হবে। দুই জন মডেলের মাঝে জায়গা এতটাই কম যে দর্শককে এক প্রকার চাপাচাপি করেই সেই প্রদর্শনীতে ঢুকতে হবে। এমন কাণ্ডে চারদিকে শুরু হয়েছে হইচই।

জানা গেছে, শিল্পী মেরিনা আব্রামোভিচের শিল্প ভাবনা দিয়েই এই শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেরিনা আব্রামোভিচ তাঁর বিতর্কিত শিল্প ভাবনার জন্য বরাবরই চর্চার কেন্দ্রে থাকেন। যে দর্শকরা নগ্ন মডেলদের মধ্যে দিয়ে প্রদর্শনীতে ঢুকতে চান না, তাঁদের জন্য অবশ্য আলাদা প্রবেশদ্বারও রয়েছে। তবে দেখার, সেই দ্বার দিয়ে আদৌ ক’জন প্রবেশ করেন।

৭৬ বছর বয়সি মেরিনার আগের শিল্প প্রদর্শনী ‘রিদম ও’ ঘিরেও নানা প্রকার চর্চা হয়েছিল শিল্পী মহলে। সেই প্রদর্শনীতে মেরিনা একটি টেবিলের উপর বুলেট ভর্তি বন্দুক, স্ক্যাল্পেল, ধাতব বার সহ ৭২ টি জিনিস রেখেছিলেন। দর্শকদের খোলা আমন্ত্রণ ছিল তাঁরা যে ভাবে ইচ্ছে সেই জিনিসগুলি তার উপর ব্যবহার করতে পারবেন। সেই প্রদর্শনীতে এক দর্শক মেরিনার মাথায় গুলিভর্তি বন্দুকও ঢেকিয়ে ছিলেন। শেষমেশ অবশ্য প্রাণ হারাতে হয়নি মেরিনাকে।

Art gallery visitors must squeeze between naked man and woman standing in  door - Mirror Online

এই সব শিল্প প্রদর্শনী করার জন্য মেরিনার ৪২ জনের একটি টিম রয়েছে। মেরিনা বলেন, তাঁর প্রদর্শনীতে যাঁরা মডেল হিসাবে কাজ করেন, তাঁদের তিনি আলাদা করে প্রশিক্ষণ দেন। মডেলদের জন্য আলাদা চিকিৎসক, মনোবিদ এমনকি, পুষ্টিবিদও রয়েছেন। মেরিনার এই শিল্প প্রদর্শনীটি নতুন ভাবনা নয়। ১৯৭২ সালেও তিনি এই রূপ ভাবনা নিয়ে এসেছিলেন দর্শকদের সামনে। নগ্ন মডেলদের দিয়ে তৈরি প্রবেশদ্বারের ভাবনা- কারও কাছে খুবই অভিনব, কেউ আবার বলছেন এই ভাবনা মেরিনার প্রচারে থাকার নয়া কৌশল। এতে কোনও শিল্প নেই।

একুশে সংবাদ/এসআর

Link copied!