AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাজার বছরের পুরনো ধ্বংসাবশেষ ঘিরে বাড়ছে রহস্য


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:২৯ এএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
হাজার বছরের পুরনো ধ্বংসাবশেষ ঘিরে বাড়ছে রহস্য

সুইজ়ারল্যান্ডের এক নুড়িপাথরের খনিতে প্রত্নতাত্ত্বিকেরা খোঁড়াখুঁড়ি চালিয়ে রোমান আমলের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। যা ঘিরে বিশ্বজুড়ে প্রত্নতাত্ত্বিকদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে।  আল্পসের ছায়ায় ওই খনিতে খননকাজ চালাতে গিয়ে গোড়ায় একটি পাথরের দেওয়াল খুঁজে পেয়েছিলেন প্রত্নতাত্ত্বিকেরা। মাটি থেকে মোটে কয়েক সেন্টিমিটার নীচে সেটি ছিল। পরীক্ষার পর জানা গিয়েছে, ওই দেওয়ালটি দু’হাজার বছরের পুরনো। দেওয়ালের পর ধীরে ধীরে প্রায় ৫,৩০০ বর্গফুট এলাকা জুড়ে একটি বিশাল রোমান ভবনের ভাঙাচোরা অংশও খুঁজে পান প্রত্নতাত্ত্বিকেরা। সেই সঙ্গে মিলেছে অংসখ্য পেরেক, কাচের পাত্র, বাসনকোসন, চোঙার মতো গলার জার-সহ বহু শিল্প নিদর্শন।

প্রত্নতাত্ত্বিকেরা জানিয়েছেন, প্রায় ১০০ বছর আগে সুইস আল্পসে একটি রোমান ভবনের অংশবিশেষ খুঁজে পাওয়া গিয়েছিল। এক শতক পর এই প্রথম এ ধরনের ধ্বংসাবশেষ পেয়েছেন তাঁরা।

খননকাজে সাফল্যের পর একটি বিবৃতি জারি করেছে সুইজ়ারল্যান্ডের প্রিজ়ার্ভেশন অফ মনুমেন্টস অ্যান্ড আর্কিয়োলজি অফিস। তাতে জানানো হয়েছে, দেশের মধ্যাঞ্চলে জ়াগ ক্যান্টন এলাকার চাম শহরে রয়েছে ওই খনিটি।

Large Roman building found in Swiss gravel pit – The History Blog

সুইজ়ারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ ক্রিস্টা ইবনোথার ওই বিবৃতিতে বলেন, প্রি-আলপাইন অঞ্চলে রোমান আমলের এ ধরনের মোটে কয়েকটি ধ্বংসাবশেষ রয়েছে। তবে যেটা আশ্চর্যের তা হল, চাম শহরের খনিতে উদ্ধার হওয়া এই ভাঙাচোরা ভবনটির বিশেষ ক্ষয় হয়নি। খননকাজের সময় ওই দেওয়ালটির কয়েকটি পাথর মাটির উপরে দেখা যাচ্ছিল। এর পর আরও খোঁড়াখুঁড়ির পর দেখা যায়, দেওয়াল ছাড়াও সেখানে ওই ভবনটি রয়েছে। তবে কী উদ্দেশ্যে সেটি নির্মাণ করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ওই এলাকায় কোনও সুবিশাল ভিলা ছিল বলে মনে করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, উদ্ধার হওয়া লোহার পেরেকগুলি যে কোনও কাঠের তৈরি ভিত্তির গায়ে লাগানো ছিল, সে বিষয়ে নিশ্চিত প্রত্নতত্ত্ববিদেরা। কালের নিয়মে সেই কাঠের নির্মাণটি নষ্ট হয়ে যাওয়ায় পেরেকগুলি ঝরে পড়েছে।

‘হিস্ট্রি ব্লগ’ নামে ওয়েবসাইটে গবেষকেরা জানিয়েছেন, খনিতে যে সমস্ত শিল্প নিদর্শন পাওয়া গিয়েছে, তা দেখে বোঝা যায় যে এখানকার নানা অঞ্চলের মধ্যে ব্যবসা-বাণিজ্য চলত। ওই নিদর্শনগুলির মধ্যে অনেকগুলিই বহুমূল্য। ফলে ভবনটিতে যে এককালে সমাজের অভিজাত ব্যক্তিরা যাতায়াত করতেন, তা মনে করছেন গবেষকেরা।

Ruins of 2,000-Year-Old Roman Walls Unearthed in Swiss Alps | Smart News|  Smithsonian Magazine

ভবনে নানা কিছুর মধ্যে অসংখ্য তামা, ব্রোঞ্জ এবং রুপোর মুদ্রাও পাওয়া গিয়েছে। সেগুলির একটিতে আবার জুলিয়াস সিজ়ারের অবয়ব খোদাই করা হয়েছে। অন্য একটিতে সাপ বা ড্রাগনের উপর একটি হাতিকে দাঁড়ানো অবস্থায় দেখা যাচ্ছে। গলাউঁচু জারগুলির বহু অংশবিশেষ উদ্ধার হয়েছে। গবেষকদের অনুমান, সেগুলিতে সদ্য তৈরি সস, অলিভ অয়েল এবং সুরা রাখা হত।

প্রিজ়ার্ভেশন অফ মনুমেন্টস অ্যান্ড আর্কিয়োলজি অফিসের প্রধান কারিন আর্থো বলেন, এ ধরনের প্রত্ন নিদর্শন থেকে একটি ধাঁধার উত্তর পাওয়া সম্ভব। এগুলির মাধ্যমে আমাদের পূর্বপুরুষের জীবনযাবন সম্পর্কে জানা যেতে পারে। সেই সঙ্গে ইতিহাসকে ভাল ভাবে বোঝার জন্যও এগুলি গুরুত্বপূর্ণ নমুনাস্বরূপ।

সব মিলিয়ে একে প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে ‘সাড়াজাগানো’ খননকাজ বলে তকমা দিয়েছেন কারিনেরা। ‘পপুলার সায়েন্স’ নামে আমেরিকার একটি পত্রিকার মতে, ‘‘রোমানরা আসার বহু হাজার বছর আগে খনির আশপাশে পাহাড়ি এলাকায় বসতি ছিল। এই এলাকায় যেঅভিজাতদের ঘরবাড়ি ছিল, তা-ও মনে করছেন গবেষকেরা।

সূত্র : আনন্দবাজার

 

একুশে সংবাদ/এসআর

Link copied!