AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লাল শাকের পুষ্টিগুন কি ?


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:৪৬ পিএম, ১১ জুলাই, ২০২১

লাল শাকের পুষ্টিগুন কি ?

লাল শাক আমাদের অনেকেরি প্রিয় । লাল শাক খেলে কি উপকার হয় এটির পুষ্টিগুন কত আমরা অনেকেই জানিনা ।

বাংলাদেশে শাকের মধ্য জনপ্রিয় শাক হলো লাল শাক। দেশের প্রায় সব জায়গায় লাল শাক পাওয়া যায়।

লাল শাক রূপে যেমন গুণেও তেমন কার্যকরী। আমাদের দেহের সুস্থতা বজায় রাখার জন্য লালশাকের গুরুত্ব অনেক বেশি।

গবেষণায় দেখা গেছে লাল শাকের এমন কিছু উপকারি উপাদান রয়েছে, যা ৩০ বছর বয়স এর পর থেকে শরীরের ভাঙন রোধ করে।

পাশাপাশি একাধিক রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। ছোট বড় সবাই এর স্বাদের ভক্ত।

প্রতিদিন যদি এই শাকটি খাওয়া যায়, তাহলে আয়ু তো বাড়বেই, সেই সঙ্গে সুস্থ জীবনের পথ অনেকাংশেই প্রশস্ত হবে।

পুষ্টিগুণঃ
প্রতি ১০০ গ্রাম লাল শাকে আছে ক্যালসিয়াম ৩৭৪ মি. গ্রা., শর্করা ৪.৯৬ মি. গ্রা., প্রোটিন ৫.৩৪ মি. গ্রা., স্নেহ ০.১৪ মি. গ্রা., ভিটামিন বি১ ০.১০ মি. গ্রা., ভিটামিন বি২ ০.১৩ মি. গ্রা., ভিটামিন সি ৪২.৯০ মি. গ্রা., ক্যারোটিন ১১.৯৪ মি. গ্রা., অন্যান্য খনিজ ১.০৬ মি. গ্রা., খাদ্য শক্তি ৪৩ কিলোক্যালরি।

লাল শাকের উপকারিতাঃ
রক্তে কোলেস্টরলের মাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে লাল শাক। ফলে হৃদরোগের ঝুকি কমে।

লাল শাকের এন্টি অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে।

মস্তিষ্ক ও হৃদপিণ্ডকে শক্তিশালী করতে লাল শাকের ভূমিকা অনেক।

লাল শাক চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে।

কিডনি ফাংশনগুলো ভালো রাখতে ও কিডনি পরিষ্কার রাখতে লালশাক খুব ভালো।

লাল শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন-সি যা চোখের দৃষ্টি বৃদ্ধির জন্য খুবই উপকারী।

বিশেষ করে দাঁতের সুস্থতা, হাড় গঠন, গর্ভবতী এবং প্রসূতি মায়েদের দৈনিক ক্যালসিয়ামের চাহিদা পূরণে এই শাক উপকারী।

লাল শাকের বিটা ক্যারোটিন হৃদরোগের ঝুকি কমায় ও রক্ত তৈরিতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে।

 

একুশে সংবাদ/বর্না

Shwapno
Link copied!