AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফসলের মাঠে সাদা বকের মিলনমেলা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:০৬ পিএম, ১৩ জানুয়ারি, ২০২১

ফসলের মাঠে সাদা বকের মিলনমেলা

তখনও সূর্যের আলো তেমন একটা মেলেনি। সন্ধা হওয়ার কিছুটা সময় বাকী কুয়াশার চাদরে ঢাকা আকাশ। আকাঁ-বাঁকা মেঠো রাস্তা ধরে চলতেই চোখে পড়ে ঝাঁকে ঝাঁকে সাদা বক। এখন বসন্তকাল না আসলেও সাদা বকের মিলন মেলা দেখে মনে এযেন বকের মিলন মেলা,আগমন জানান দিচ্ছে বসন্তকাল আসার । 

শীত বিদায় না নিলেও এর আবেশ এখনও প্রকৃতিতে বিদ্যমান। আর এ প্রকৃতিতে সবুজ অপরূপ সুন্দরের প্রতীক। ফসলের মাঠে ঝাঁকে ঝাঁকে সাদা বক যেন চিরন্তন বাংলার রূপ। এই সময়টাতে খাদ্যের সন্ধানে উপজেলার বিভিন্ন ফসলের মাঠ, নদী ও জলাশয়ের ধারে ভিড় করে দেশি সাদা বকের দল। 

এ যেন বকের মিলন মেলা। চাষ করার সময় শত শত বক উড়ে এসে লাঙলের ফলার চারপাশে ঘিরে থাকে। মাটির নিচের পোকামাকড় খায়। এদিকে ঝাঁকে ঝাঁকে সাদা বক দেখে মজা পায় সব বয়সী মানুষ।

সরেজমিন গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় দেখা যায়, ওপরে সাদা মেঘ কিছুটা মেঘাচ্ছন্ন কুয়াসায় ঘেরা আকাশ, কৃষকের জমিতে কাদা মাটির উপরে সাদা বকের অবস্থান, মিলিমিশে যেন একাকার। যেন বকের অভয়াশ্রম। এক সময় সাদা বকের প্রচুর দেখা মিলত বিল, পুকুর, ডোবায়, ফসলের মাঠে। এরা সাধারণত গাছের মগডালে বাসা বাঁধে। 

আর এই পাখির প্রধান খাদ্য মাছ ও পোকামাকড়। এ ছাড়া ফসলি জমিতে পোকামাকড় দমনে এদের ভূমিকা অপরিসীম। এই পাখিটি এখন প্রায় বিলুপ্তির পথে। শুধু গ্রামগঞ্জে ফসলের জমিতে ও নদীর ধারে শীতের মৌসুমে দেখা মেলে এই বকের।

শ্রীপুর উপজেলা কৃষি সম্পসারন অফিসার সুমাইয়া সুলতানা বন্যা জানান, সাদা বক প্রকৃতির বন্ধু। ফসলের জমিতে ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের উপকার করে। বকসহ সব উপকারি পাখি ফসলের জমিতে পোকামাকড় খায়। এতে করে মাটি তার পরিপূর্ণ পুষ্টি পায়। ফসল হয় ভালো হয় আর কৃষক হন লাভবান।

একুশে সংবাদ/ টি.এই/এস

Link copied!