চলমান তীব্র তাপপ্রবাহে আজও রাজধানী ঢাকাসহ দেশের আটটি জেলা চরম গরমে পুড়তে থাকবে। দেশের অন্যান্য অঞ্চলেও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, ঢাকা, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোরে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা দেখা দিতে পারে, যা কিছুটা স্বস্তি এনে দিতে পারে।
আগামীকাল (১২ মে) থেকে ময়মনসিংহ, সিলেট, রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।
পরবর্তী দিনগুলোতেও এই বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
চলমান তাপপ্রবাহে বাড়ির বাইরে অপ্রয়োজনে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পর্যাপ্ত পানি পান এবং গরমে ক্লান্তি এড়াতে বিশ্রামে থাকারও আহ্বান জানানো হয়েছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

