চট্টগ্রামের আঞ্চলিক গানের মুকুটহীন সম্রাট সনজিত আচার্য্য মারা গেছেন। সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি তিন মেয়ে ও স্ত্রী স্বপ্না আচার্য্যসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সনজিত আচার্য্য একাধারে গীতিকার, সুরকার, নাট্যকার, সংগীতশিল্পী ও সঙ্গীত পরিচালক ছিলেন। তার জীবদ্দশায় তিনি সহস্রাধিক গান লিখেছেন। তার অনেক গান তুমুল জনপ্রিয়।
সনজিত আচার্য্য চট্টগ্রামের পটিয়া উপজেলার চাপড়া গ্রামের কীর্তনীয়া মনোরঞ্জন আচার্য্যরে ছেলে। তার জন্ম ১৯৫৩ সালের ২৫ জুন। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ। তিনি পরিবার নিয়ে নগরের পাথরঘাটা ইকবাল রোডে নিজস্ব বাসায় থাকতেন।
সঞ্জিত আচার্য্যরে বোন গীতা আচার্য্য বলেন, দাদা দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। অসুস্থবোধ করলে সকালে তাকে চিকিৎসক দেখানো হয়। তারা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দেন। সেগুলো করার পর চিকিৎসকরা হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সকাল ১০টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তিনি পরলোকগমন করেন। নগরের বলুয়ারদিঘী মহাশশ্মানে তার অন্তিমকৃত্য সম্পন্ন হবে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

