AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্ষমা চাইলেন সুবর্ণা মুস্তাফা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:৩৯ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

ক্ষমা চাইলেন  সুবর্ণা মুস্তাফা

বলা হয়, ১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘ঘুড্ডি’ সিনেমাটি সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। তখন হয়ত উন্নত প্রযুক্তি ছিল না, কিন্তু ছবিটির গল্প ও নির্মাণশৈলি অত্যন্ত আধুনিক ছিল। সেই সুবাদে এটি কালের সীমানা জয় করে নেয়। এই কালজয়ী সিনেমাটি যিনি নির্মাণ করেছিলেন, তিনি আর বেঁচে নেই।

সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১১টা ৫৩ মিনিটে মারা গেছেন ‘ঘুড্ডি’ খ্যাত নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী। এদিন আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

গুণী এই নির্মাতার প্রয়াণে শোকাচ্ছন্ন নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। কারণ ‘ঘুড্ডি’ সিনেমার নায়িকা তিনি। সোশ্যাল হ্যান্ডেলে সুবর্ণা লিখেছেন, ‘১৩ তারিখ রাতেও কথা হলো। বুঝিনি এটাই শেষ বার! ক্ষমা করে দিয়েন জাকী ভাই, কিছুই করা হয়নি আপনার জন্য। আমি কেবল গ্রহণই করেছি আপনার আদর, আপনার ভালোবাসা, শিক্ষা। আবার অভিভাবক শূন্য হলাম আমরা। অনেক ভালোবাসি আপনাকে। শান্তিতে ঘুমান আপনি। পরম শ্রদ্ধা।’  

‘ঘুড্ডি’ সিনেমার দৃশ্যে রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফা
এদিকে দুই বাংলাজয়ী অভিনেত্রী জয়া আহসানও শোক প্রকাশ করেছেন। সোশ্যাল বার্তায় বলেছেন, ‘সৈয়দ সালাহদ্দিন জাকী। গভীর এবং বিনম্র শ্রদ্ধা!’

সালাহউদ্দিন জাকী খুব বেশি সিনেমা নির্মাণ করেননি। তবে তার মেধা-মনন দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনে দারুণ প্রভাব ফেলেছিল। কাজ করেছিলেন বিটিভির মহাপরিচালক হিসেবেও।

শেষ জীবনে দুটি সিনেমা নির্মাণ করে গেছেন সৈয়দ সালাহউদ্দিন জাকী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি দুটির নাম ‘অপরাজেয় একা’ ও ‘ক্রান্তিকাল’।

‘ঘুড্ডি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন সৈয়দ সালাহউদ্দিন জাকী। এছাড়া ২০২১ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

 

একুশে সংবাদ/বা.ট্রি/না.স 

Shwapno
Link copied!