AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২১ বছরের মডেলের সঙ্গে রাত কাটালেন লিওনার্দো


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:৫৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩

২১ বছরের মডেলের সঙ্গে রাত কাটালেন লিওনার্দো

একের পর এক সঙ্গী বদল। নিজের অর্ধেক বয়সি মডেলদের সঙ্গে প্রেম করে চলেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। জিজি হাদিদ ইতিমধ্যেই অতীত। ‘টাইটানিক’-এর নায়ককে এ বার দেখা গেল আর এক মডেল, জোসি রেডমন্ডের সঙ্গে। চিল্টার্ন ফায়ারহাউজ, যেখানে তারকারা প্রায়ই নজরে আসেন, সেখান থেকেই বেরোতে দেখা গেল লিও আর জোসিকে।

 

যাদের সঙ্গে ডেট করেন লিও, তাদের সবারই বয়স ২০-র কোঠায়। তবে জোসি সদ্য ২১-এ পা দিয়েছেন। ৪৮ বছরের লিওর পাশে তাঁকে দেখে তাজ্জব অনুরাগীরা। যদিও কপোত-কপোতী দু’জনেই নিজেদের যথাসম্ভব ঢেকে রাখার চেষ্টা করেছিলেন। কালো পোশাকে লিওর মুখে ছিল ধূসর রঙের মাস্ক। মাথায় কালো টুপি। তবু আলোকচিত্রীদের চোখ কিংবা ক্যামেরা কোনওটিই ফাঁকি দেওয়ার জো নেই। অন্য দিকে, জোসিও ছিলেন আপাদমস্তক কালো পোশাকে। ভোরের আলো ফোটার আগেই রাত কাটিয়ে বেরোলেন দু’টিতে।

 

জোসি তাও ২১, এর আগে ১৯ বছরের মডেল ইডেন পোলানির সঙ্গেও নাম জড়িয়েছিল লিওর। তবে কোনও প্রেমই ঠিক জমছে না বলে খবর। ২০২২ সালে ক্যামিলা মোরনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর একের পর এক ডেট করে চলেছেন অভিনেতা। কিন্তু যা খুঁজছেন তা এখনও অমিল।

 

ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে অনিচ্ছুক লিও। তবে পরিণত সম্পর্কের আশ্রয় না পেলে তিনি যে থামবেন না, তা সাম্প্রতিক সঙ্গীবদলের ঘটা দেখেই স্পষ্ট।

 

মনের খবর যেমনই হোক, কাজ পুরোদমে চলছে। খ্যাতনামা পরিচালক মার্টিন স্করসেসির পরবর্তী ছবি ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’-এ দেখা যাবে লিওকে।

 

একুশে সংবাদ/আ/সম

Shwapno
Link copied!