AB Bank
ঢাকা শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

বাংলাদেশে পাঠান মুক্তি নিয়ে সিদ্ধান্ত নেয়নি তথ্য মন্ত্রণালয়


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:৪১ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৩
বাংলাদেশে পাঠান মুক্তি নিয়ে সিদ্ধান্ত নেয়নি তথ্য মন্ত্রণালয়

বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ নিয়ে আলোচনা এখন তুঙ্গে।

 

বুধবার (২৫ জানুয়ারি) ভারত ও ভারতের বাইরে বিভিন্ন দেশে মুক্তি পাবে এই সিনেমা। এরই মধ্যে ২০ জানুয়ারি ছবির অগ্রিম টিকিট বুকিংও শুরু হয়েছে। আকাশছোঁয়া টিকিটের দাম। তারপরও অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড গড়েছে ছবিটি।

 

বরাবরের মতোই বাংলাদেশি দর্শকদের মধ্যেও বলিউডের বাদশার জনপ্রিয়তা ব্যাপক। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বাংলাদেশিদেরও আগ্রহ উদ্দীপনা তুঙ্গে। তার ওপর এবার চেষ্টা চলছে এই ছবি বাংলাদেশে মুক্তি দেওয়ার। কর্তৃপক্ষের অনুমতি মিললে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা হলেও মুক্তি পাবে বলিউডের কোনো সিনেমা।

 

সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির আলোচনা হচ্ছে। বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ইকো এন্টারটেইনমেন্টের কাছে শাকিব খানের ‘পাঙ্কু জামাই’ রপ্তানি করা হয়েছে। সেই ছবির বিপরীতে ‘পাঠান’ আমদানির জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল।

 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ।

 

ফারুক আহমেদ বলেন, আমরা যে নীতিমালার আওতায় সিনেমাটি আনবো সেই নীতিমালায় এ সংক্রান্ত যে অনুচ্ছেদগুলো রয়েছে, সেখানে একটির সঙ্গে আরেকটি কিছুটা সংশয় তৈরি করেছে। তাই নীতিমালাটির ওই অনুচ্ছেদগুলোর বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছ থেকে ব্যাখ্যা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কারণ ওই নীতিমালাটি বাণিজ্য মন্ত্রণালয়ের। ব্যাখ্যা যেভাবে আসবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

তিনি বলেন, নীতিমালা নিয়ে যেহেতু সংশয় রয়েছে তাই আজ আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা যদি অনুকূলে আসে তবে আবেদনের অনুকূলে সিদ্ধান্ত আসবে।

 

আগামীকাল বা পরশুর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়ে অনুরোধ করা হবে বলেও জানান অতিরিক্ত সচিব।

 

একুশে সংবাদ.কম/জা/সা’দ

Link copied!