AB Bank
ঢাকা শুক্রবার, ০১ মার্চ, ২০২৪, ১৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

মাথার ভেতর আবোল তাবোল চলতে থাকে মিথিলার


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:৫৯ পিএম, ১৯ জানুয়ারি, ২০২৩
মাথার ভেতর আবোল তাবোল চলতে থাকে মিথিলার

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অনেক কিছুর পাশাপাশি লেখালেখিও করে থাকেন। কয়েকটি গানের কথাও লিখেছেন এই তারকা। তাহসানের সঙ্গে গাওয়া তার লেখা ‘রোদেলা দুপুরে’ তো এক সময় তুমুল জনপ্রিয় ছিল।

 

মিথিলা এবার নতুন কবিতা লিখেছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে সেই কবিতা নিজের ফেসবুকে ভক্ত-শুভাকাঙক্ষীদের সঙ্গে ভাগও করে নিয়েছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন ৩টি সদ্য তোলা ছবি।

 

ছবিতে সাদা রঙের শাড়িতে শুভ্র দেখা যাচ্ছে দুই বাংলার অভিনেত্রীকে। ছবির সঙ্গে কবিতার কথাগুলো মিলেমিশে যেন একাকার। মন্তব্যের ঘরে অনেকেই অভিনেত্রীকে প্রশংসায় ভাসাচ্ছেন।

 

তবে মিথিলার কবিতা জুড়ে আছে অজানা এক অভিমানের সুর। কবিতার শুরুটা এমন-‘মন খারাপের দুপুরগুলো এমনই হয়/ঠোঁটের হাসি চোখের কোণে হারিয়ে যায়/বইয়ের পাতায় বুকমার্কটা থমকে থাকে/মাথার ভেতর আবোল তাবোল চলতে থাকে।’

 

মিথিলা বললেন, পোস্ট করার সময় ছবিগুলো দেখে এই লাইনগুলো মনে এসেছে। সেভাবেই লেখা।

 

সঙ্গে আরো যোগ করলেন, আমরা জীবনে অনেক সময়ই মনের ভেতর যা-ই থাক, ঠোঁটের কোনো হাসি লেপটে এগিয়ে যেতে চাই।

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!