শোভিতা-নাগার যে ছবি ভাইরাল হয়েছে তাতেই দেখা গিয়েছে দুজনের পরনে কালো জ্যাকেট। মাথায় কালো টুপি অভিনেত্রীর। কিন্তু ছবি দেখে ‘কিন্তু কিন্তু’ ঠেকছে অনেকেরই। তাঁদের দাবি, এই ছবি সম্পূর্ণটাই মর্ফ করা অর্থাৎ ফটোশপে কারসাজি করা। দুটো ছবির লোকেশন ভিন্ন বলেই দাবি একাংশের।
সামান্থা-নাগার বিচ্ছেদের কারণ হিসাবে উঠে এসেছে তেলুগু অভিনেত্রী শোভিতা ধুলিপালার নাম। যদিও এই বিষয়ে প্রশ্ন করলেই নীরব থেকেছেন শোভিতা আর রহস্যময় হাসি হেসে পাশ কাটিয়েছেন নাগা। এই হাসিতেই লুকিয়ে ছিল তাঁর সম্মতি, এমনটাই এখন মনে করেন চৈতন্যর অনুরাগীরা।
একুশে সংবাদ/ আ.বা/ রখ
আপনার মতামত লিখুন :