AB Bank
ঢাকা শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

একই দলে নিপুন-জায়েদ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:১০ পিএম, ২২ নভেম্বর, ২০২২
একই দলে নিপুন-জায়েদ

কাতারে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ। যার উন্মাদনায় ভাসছে গোটা দুনিয়া। ঢালিউডেও তার প্রভাব কম নয়। এ নিয়ে তৈরি হচ্ছে নানান অনুষ্ঠান, প্রচার-প্রচারণাও। বাংলাদেশেও এই আয়োজনকে ঘিরে চলছে নানান কর্মকাণ্ড।

 

জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আলোচিত দুই তারকা অভিনেতা জায়েদ খান এবং চিত্রনায়িকা নিপুণ দুজনই মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান। দুজনই মনেপ্রাণে আর্জেন্টিনার সাপোর্টার।

 

নিজের সমর্থন অভিনেতা জায়েদ খান জানান, ছোটবেলা থেকে আর্জেন্টিনা ফুটবল দলের অন্ধ ভক্ত এই তারকা। ম্যারাডোনা থেকে মেসি, সবাইকেই তার খুব ভালো লাগে।  

 

বিশ্বকাপ সম্পর্কে জায়েদ খান জানিয়েছেন, ‘ছোটবেলা থেকে ম্যারাডোনার কারণে আমি আর্জেন্টিনাকে ভালোবাসি।  এবার অনেক ব্যালান্সড দল আর্জেন্টিনার। মেসি, ডি মারিয়াসহ পুরো দল খুব ভালো খেলবে। মেসিও দুর্দান্ত ফর্মে আছে। মেসির হাতে একবার ফুটবল বিশ্বকাপ দেখার আমার খুব ইচ্ছা। মেসির মত খেলোয়াড় যুগে যুগে দুই একজন জন্মায়।’

 

তিনি আত্মবিশ্বাস নিয়ে বলেন, ‘এবার কাতার বিশ্বকাপে কাপ মেসির হাতেই উঠবে। মানুষ অনেক সময় দল পরিবর্তন করে অন্যদলের সমর্থন করে। আমি কখনও এমনটা করিনি। সবসময় আর্জেন্টিনা সমর্থন করেছি। আর্জেন্টিনা ছাড়া অন্য কোনো দলের জার্সিও পরিনি।’

 

ফুটবল বিশ্বকাপ সম্পর্কে নিপুণ বলেন, প্রিয় আর্জেন্টিনা। আমার প্রিয় তারকা ৭ বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। আমি আর্জেন্টিনা সমর্থন করি ম্যারাডোনার কারণে। ছোটবেলা থেকেই ফুটবল মানে ম্যারাডোনাই দেখে আসছি। যে কারণে আর্জেন্টিনা ভক্ত আমি।’

 

তিনি আরও বলেন, ‘সেখান থেকেই আর্জেন্টিনাকে ভালো লাগা। মেসি শিরোপা পাক বা না পাক আমি সব সময় আর্জেন্টিনা দল সাপোর্ট করে যাব। কাল আমার জয় হয়েছে, আজ আর্জেন্টিনা জিতবে। মেসি গোল করবে।

 

একুশে সংবাদ/পলাশ

Link copied!