AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

সবাই বিকিনি পরলেও আমি ফুলহাতা লম্বা জামা পরেছিলাম: ঐশি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:০৬ পিএম, ২২ নভেম্বর, ২০২২
সবাই বিকিনি পরলেও আমি ফুলহাতা লম্বা জামা পরেছিলাম: ঐশি

কপ ক্রিয়েশনের ব্যানারে সানী সানোয়ার পরিচালিত মিশন এক্সট্রিম সিনেমার দ্বিতীয় কিস্তি ‘ব্লাক ওয়ার’। জান্নাতুল ফেরদৌস ঐশি এবং আরেফিন শুভ অভিনীত সিনেমাটি ২০২৩ সালের জানুয়ারির ৬ তারিখে মুক্তি পাবে।

 

সম্প্রতি ঐশি গণমাধ্যমের মুখোমুখি হয়ে অনেক বিষয়েই কথা বলেছেন। মিস ইউনিভার্সের বিকিনি রাউন্ডের কথা জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘বিকিনি রাউন্ড একরকম উঠিয়ে দেয়া হয়েছে মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে কেউ পরতে না চাইলে জোর করা হয় না।’


তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটির সিইও একবার ইন্দোনেশিয়া গিয়ে জানতে পারেন সেখানকার নারীরা প্রতিযোগিতায় অংশগ্রহন করেনা বিকিনি রাউন্ডের জন্য। তারপর থেকে সেটি শিথিল করা হয়েছে।’

May be an image of 1 person, sitting and indoor

 

তিনি আরও জানান, ‘আমাদের সময় বিকিনি রাউন্ড না থাকলেও সি-বিচ ফটোশুট রাউন্ডে সবাই বিকিনি পরেছিল। আমি একমাত্র মানুষ ছিলাম যে ফুলহাতা লম্বা জামা পরা ছিলাম।’

 

অভিনেত্রী জানান, ‘সেখানে কস্টিউম ইন্সট্রাক্টর আমাকে জিজ্ঞেস করেছিলেন কেন আমি সমুদ্রের ড্রেস পরিনি। আমি বলেছিলাম, আমার দেশে এটাই সমুদ্র পোশাক। আমাদের দেশে সবাই এমন পোশাকেই সমুদ্রে যায়।’

May be an image of 1 person and jewellery

 

‘ব্লাক ওয়ার’ সিনেমায় আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী ছাড়াও আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ।

May be an image of 1 person and indoor

 

উল্লেখ্য, ঐশির আরও দুটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলো ‘নূর’ ও ‘আদম’। সুবিধাজনক সময়ে সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

একুশে সংবাদ/চ্য.২৪/পলাশ

Link copied!