AB Bank
ঢাকা শুক্রবার, ০২ জুন, ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় রোজা রাখছেন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:৩৭ এএম, ২০ এপ্রিল, ২০২১
অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় রোজা রাখছেন

আল্লাহর উপর অনেক ভরসা অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের । ভাস্বর চট্টোপাধ্যায় রমজানের এই পুরো মাসেরই রোজা রাখবেন বলে  জনিয়েছেন । তিনি ১৪ই এপ্রিল থেকেই নিয়মিত রোজা রাখছেন ।

সোমবার (১৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। অভিনেতা জানান, এক মাসের এই বিশেষ উপবাস তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

কিন্তু কেন রোজা রাখছেন এমন প্রশ্নের উত্তরে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, মন থেকে চাই যে হিন্দু-মুসলিম এক হোক। একসঙ্গে সবাই সব পর্ব মানুন।

ভাস্বর চট্টোপাধ্যায় তার প্রথম রোজা উৎসর্গ করেছেন কাশ্মীরীদের জন্য, আর টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করা সমস্ত মুসলিম মেকআপ আর্টিস্টদের জন্য।

তিনি বলেন, ‘আমাদের টলিউড ইন্ডাস্ট্রির অনেক মুসলিম মেকআপ আর্টিস্ট, ড্রেসার আছেন যারা রোজা রেখে দিনের পর দিন কাজ করছেন। আমি না হয় আমার মতো করে ওদের প্রতি আমার ভালবাসা, সম্মান ফেরত দিলাম!’

অনেক দিন ধরেই কাশ্মীরী ভাষা শিখছেন এ অভিনেতা। সম্প্রতি, নেটদুনিয়ায় সে ভাষায় রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। গান গেয়েছেন কাশ্মীরী ভাষায়। যা শুনে আপ্লুত সেখানকার বিখ্যাত শিল্পী ইশফাক কাওয়া।

ভাস্বরের দাবি, ইনস্টাগ্রামে কাওয়া নিজে তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন।

শুধু দুই ধর্মের মানুষের মিলনই তার চাওয়া নয়। ভারত-পাকিস্তানের দ্বন্দ্বও মেটাতে চান তিনি। 

এ অভিনেতা বলেন, ‘দেশভাগ আমায় বরাবর কষ্ট দেয়’। এই অনুভূতি থেকেই দুই দেশের মধ্যে দ্বন্দ্বের অবসান চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সম্প্রতি টুইটও করেছেন তিনি। 

রোজা রাখায় পরিবারের সদস্যরা কোনো আপত্তি জানাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার উপবাস বাবার মনের মতো নয়, এমনটা না। 

তিনি আরও বলেন ধর্ম কনো বিষয় না মনের কথাটায় বড় । আর আমাদের বাবা লোকনাথ নিজেও কোরআন পাঠ করতেন । বাবা লোকনাথের এই আচরণ আমায় ছুঁয়ে গিয়েছিল । আর সেটির উপর নির্ভর করেই আমার মন থেকে এই পদক্ষেপ নিয়েছি ।


একুশে সংবাদ/স/ব