এ বছর চলতি অক্টোবর মাসের প্রথম ৬ দিনে বৈধ পথে দেশে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৫১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৫৬০ কোটি টাকা।
রোববার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে আগের মাসের সর্বনিম্ন প্রবাসী আয় থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া যায়।
এখানে উল্লেখ করা হয়, চলমান অক্টোবরের প্রথম ৬ দিনে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৫ কোটি ৪১ হাজার ৯০ ডলার। আগের মাস সেপ্টেম্বরের সূচনাতে দৈনিক এসেছিল ৪ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ৬০ ডলার।
গত মাসে রেমিট্যান্স প্রবাহে ব্যাপক পতন ঘটেছিল। বিগত ৪১ মাসের মধ্যে যা ছিল সর্বনিম্ন। সেই তুলনায় অক্টোবরে প্রবাসী আয় ঊর্ধ্বমুখী হয়েছে। আলোচ্য মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৯ লাখ ২০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯৮ লাখ ৭০ হাজার ডলার এসেছে।
এছাড়াও বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২৭ কোটি ৩২ লাখ ডলার। আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ লাখ ৫০ হাজার ডলার।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। পরের মাসে আসে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার। শেষ মেষ সেপ্টেম্বরে ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।
একুশে সংবাদ/ব.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :