AB Bank
ঢাকা শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে ডিম আমদানি করা হবে’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫১ পিএম, ১৩ আগস্ট, ২০২৩
‘প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে ডিম আমদানি করা হবে’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে ডিমের বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে আমদানির উদ্যোগ নেয়া হবে।

 

রোববার (১৩ আগস্ট) সকালে উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে আগস্ট মাসের টিসিবির সাশ্রয়ীমূল্যে বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, ডিমের দাম কত হওয়া উচিৎ, তা প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানালে সেই প্রেক্ষিতে বাজার নিয়ন্ত্রণে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়। প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে ডিম আমদানির উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

 

সপ্তাহখানেক ধরে অস্থির ডিমের বাজার। সপ্তাহ ব্যবধানে এক ডজন ডিমের দাম ২০ থেকে ২৫ টাকা বেড়ে ঠেকেছে ১৬৫ টাকায়। এতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের।

 

এদিকে আগস্ট মাসের দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে সয়াবিন তেল, মসুর ডাল ও চাল থাকলেও, থাকছে না চিনি। এতদিন টিসিবির বিক্রি কার্যক্রমে উপকারভোগীরা ৭০ টাকা দরে ১ কেজি চিনিও কিনতে পারতেন।

 

আজ থেকে ঢাকা মহানগরসহ সারাদেশে শোকাবহ আগস্ট মাসের টিসিবির বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আগস্ট মাসের বিক্রি কার্যক্রমে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল বা রাইসব্রান তেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেল বা রাইসব্রান তেলের দাম পড়বে ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডালের দাম ৬০ টাকা এবং প্রতি কেজি চালের দাম পড়বে ৩০ টাকা।

 

একুশে সংবাদ/স.চ.প্র/জাহা

 

Link copied!