AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদুল আযহা উপলক্ষে টিসিবি পণ্য বিক্রি শুরু


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:০০ পিএম, ৫ জুলাই, ২০২১

ঈদুল আযহা উপলক্ষে টিসিবি পণ্য বিক্রি শুরু

৫ জুলাই থেকে আবার শুরু হচ্ছে টিসিবি পণ্য বিক্রি। ঈদুল আযহা উপলক্ষে  সারাদেশের ৪৫০ স্থানে ন্যায্যমূল্যে চিনি, মশুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি ।

বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির।

তিনি বলেন, আজ থেকে ট্রাক সেল কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে এ কার্যক্রম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজধানীর ৮০টি স্পটে শুক্রবার ছাড়া প্রতিদিন ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে করে তিনটি পণ্য বিক্রি করা হবে।

প্রতিটি ট্রাকে চিনি ৫০০ থেকে ৮০০ কেজি, মশুর ডাল ৩০০ থেকে ৬০০ কেজি ও ৮০০ থেকে ১ হাজার ২০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ থাকবে।

একজন ক্রেতা দুই থেকে সবোর্চ্চ চার কেজি চিনি, দুই কেজি মশুর ডাল ও দুই থেকে সবোর্চ্চ ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। চিনি ৫৫ টাকায়, মশুর ডাল ৫৫ টাকায় ও সয়াবিন তেল ১০০ টাকায় বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি। ২৯ জুলাই পর্যন্ত চলবে এ কার্যক্রম।

রাজধানীর বিভিন্ন যায়গায় টিসিবি পণ্য বিক্রি হবে বল জানায় টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির ।
 

 

একুশে সংবাদ/স.টি/বর্না

Shwapno
Link copied!