মুজিব জন্মশতবর্ষ ও বিজয়ের মাসে “মুজিববর্ষের অঙ্গীকার ইএফডি-তে এনবিআর” এই শ্লোগান নিয়ে আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পালিত হবে ভ্যাট সপ্তাহ ২০২০।
আজ রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সংবাদ ব্রিফিং এ তথ্য জানান।
রহমাতুল মুনিম জানান, ডিজিটাল বাংলাদেশ গঠনের বাস্তবায়নের অংশ হিসেবে ইলেক্ট্রনিক ফিসকাল ডিভাইস বা ইএফডি এর মাধ্যমে পন্য ক্রয়ের পর ভোক্তা অর্থ পরিশোধকালে, ডিভাইসের মাধ্যমে প্রাপ্য ভ্যাট সরকারের কোষাগারে জমা হয়ে যাবে।
প্রাথমিক পর্যায়ে ঢাকা ও চট্টগ্রামে এই কার্যক্রম পরিচালিত হবে বলে তিনি জানান।
সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে বর্ধিত অর্থের যোগান দিতে হচ্ছে।কাজেই কার্যকরভাবে ভ্যাট উত্তোলনের প্রয়োজনে সরকার ডিজিটাল পদ্ধতিতে ভ্যাট উত্তোলন প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। এই প্রক্রিয়ায় দেশের সকল জনগনের সহযোগিতা কামনা করেন এনবিআর চেয়ারম্যান।
একুশে সংবাদ /এ /এস
আপনার মতামত লিখুন :