AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বদ গ্যাং পদ গ্যাংয়ের পর এবার আটক ডট গ্যাং



বদ গ্যাং পদ গ্যাংয়ের পর এবার আটক ডট গ্যাং

বদ গ্যাং পদ গ্যাং, ছেংড়া গ্যাং কিংবা লেংড়া গ্যাং এমন অনেক আজব নামের কিশোর গ্যাংসমূহের জন্ম হয়েছিল চট্টগ্রামে। তবে আজব এমন সব নাম ছাড়িয়ে এবার ধরা পড়লো ডট গ্যাং। চট্টগ্রাম নগরীতে এবার আটক করা হলো ডট গ্যাং এর ৭ সদস্যকে।

 

মঙ্গলবাল (২৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টার সময় নগরীর চকবাজার সিরাজুদ্দৌলা রোডে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এদের কাছ থেকে দুটি ছোরাসহ ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়৷

 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের প্রত্যেক সদস্যের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় তারা সন্ত্রাসী কার্যক্রম চালাতো। তাদের যন্ত্রনায় রীতিমত হাপিয়ে উঠেছিল এলাকাবাসীরা। চুরি, মাদক, ছিনতাই, অপহরণসহ এমন কোন অপকর্ম নেই যা তাদের দ্বারা সংগঠিত হয়নি। তবে এদের মধ্যে প্রায় সবার পরিবার সম্ভ্রান্ত। কারো বাবা ডাক্তার আবার কারো বাবা সরকারি চাকুরিজীবী। মূলত তারা এলাকায় ক্ষমতা দেখাতে কিংবা ত্রাস সৃষ্টি করতে ডট গ্যাং উদ্ভাবন করে৷ র‌্যাব আরও জানায়, এসব কম বয়সী ছেলেদের গাইডলাইনের ক্ষেত্রে প্রথমে এগিয়ে আসতে হবে পরিবারকে নতুবা ধীরে ধীরে তারা কঠিন থেকে কঠিনতর অপরাধের দিকে ঝুকবে।

 

নগরীর বেশ কয়েকটি থানায় এদের বিরুদ্ধে নানান অভিযোগ ছাড়াও বেশ কয়েকটি মামলা আছে বলেও জানা যায়। এই গ্যাং পরিচালনার ক্ষেত্রে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহার করতো। সেখানে একে অপরের সাথে লোকেশন লিংক শেয়ার করতো।

 

র‌্যাব আরও জানায় বিগত কয়েকদিন যাবত সাধারণ মানুষের বেশ কয়েকটি অভিযোগ পেয়ে তাদেরকে আটক করা হয়েছে।

 

গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

 

একুশে সংবাদ/এসএপি

Shwapno
Link copied!