সুনামগঞ্জে পৌর শহরের হাজীপাড়া এলাকায় ঘুমন্ত অবস্থায় প্রতিবন্ধী মেয়েকে (২২) গলা কেটে হত্যা করেছে তার মা। এ ঘটনায় ঘাতক মাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে শহরের হাজীপাড়া আবাসিক এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ। প্রাথমিকভাবে জানা যায়, ২২ বছরের এই মেয়েটি দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ছিলো করোনায় মেয়েটির বাবা মারা যাওয়ায় মা প্রতিবন্ধী মেয়ের ভরণপোষন করতেন।
পুলিশের প্রাথমিক ধারনা হয়তো প্রতিবন্ধি মেয়েকে নিয়ে দীর্ঘ দিন ধরে কষ্ট করছিলেন তার মা, সেই অনাহারে অর্ধাহারে থাকা সেই অবস্থায় হয়তো মা এমনটি ঘটাতে পারেন। তবে বিস্তারিত হয়তো মাকে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে বলে মনে করছে পুলিশ। মা আছিয়া বেগম (৫৫) কে আটক করা হয়েছে।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/কু.শে.দা.প্রতি/এসএপি
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
