প্রায় দুই হাজার কোটি টাকা পাঁচারের মামলায় সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সাবেক এপিএস এইচ এম ফুয়াদকে গ্রেপ্তার করেছে আইন-শংঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ফুয়াদকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন পলাতক ছিলেন ফুয়াদ। গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরে নেয়া হয়েছে। বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ।
গত বছরের ২৬ শে জুন অবৈধ উপায়ে দুই হাজার কোটি টাকা আয় ও পাচারের অভিযোগে বরকত ও তার ভাই রুবেলকে প্রধান আসামি করে ঢাকার কাফরুল থানায় মামলা দায়ের করে সিআইডি। মামলার অন্য আসামিরা হলেন, খন্দকার মোহতেসাম হোসেন বাবর, এ এইচ এম ফুয়াদ, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মুহাম্মদ আলি মিনার ও তারিকুল ইসলাম ওরফে নাসিম।
এ ঘটনায় গত ৩রা মার্চ বরকত ও রুবেলসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।
একুশে সংবাদ/ আল-আমি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

