খাগড়াছড়ির রামগড় উপজেলার পূর্ব বাগানটিলা এলাকায় নৃশংসভাবে খুন হয়েছেন এক মা ও তার মেয়ে। বুধবার (২০ আগস্ট) গভীর রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের খবর পেয়ে দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন—আমেনা বেগম (৯৫) ও তার মেয়ে রাহেনা বেগম (৪২)।
প্রতিবেশীরা জানান, প্রতিদিন সকালে গরু ও হাঁস-মুরগি বাইরে ছাড়লেও ওইদিন কোনো নড়াচড়া না দেখে সন্দেহ হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘরে ঢুকে মা-মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্র বলছে, আমেনা বেগমের দুই মেয়ে ও পাঁচ ছেলে রয়েছে। পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মঈন উদ্দীন জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। সিআইডিকে তদন্তে ডাকা হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি সামনে এলেও, তদন্ত শেষ হলে প্রকৃত কারণ জানা যাবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে