মুকসুদপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ আওতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার তাসনীম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আ. কাদের সরদার।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহার সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মো. বাহাউদ্দীন শেখ, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. তুষার আহম্মেদ, উপজেলা সমবায় অফিসার মো. মোশারফ হোসেন, উপজেলা বিএডিসি প্রকৌশলী মেহেদী হোসাইন, কৃষি সম্প্রসারণ অফিসার আয়েশা সিদ্দিকাসহ অনেকে।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে