পটুয়াখালীর গলাচিপায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেছেন, “জনস্বার্থকে প্রাধান্য দেওয়াই হবে দেশের অগ্রগতির মূল কাজ।”
বুধবার (১৫ মে) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের হলরুমে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন। তিনি গলাচিপার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, রাস্তা-ঘাট ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরেন। একইসঙ্গে সাংবাদিকদের তথ্যপ্রাপ্তি, নিরাপত্তা এবং পেশাগত কাজের সুবিধার্থে প্রশাসনের সহযোগিতাও কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ রহমান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জসীমউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাফিজ উল্লাহ, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান জুয়েল, সাংবাদিক শিশির হাওলাদার প্রমুখ।
সভা শেষে ইউএনও মাহমুদুল হাসান বলেন, “আপনারা সমাজের দর্পণ। প্রশাসনের কাজ আরও কার্যকর ও জনবান্ধব করতে আপনাদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”
তিনি সব ধরনের অনিয়ম, দুর্নীতি ও জনভোগান্তি দূরীকরণে গণমাধ্যমকে পাশে থাকার আহ্বান জানান এবং অংশগ্রহণকারী সাংবাদিকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
একুশে সংবাদ/প.প্র/এ.জে