প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জামাতা মুশতাক আহমেদসহ ৪৪৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম। মামলায় অভিযোগ করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন দমনে পরিকল্পিত সহিংসতায় ৪৪ জন পুলিশ সদস্যসহ বহু মানুষ নিহত হয়েছেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের উত্তর ঠাকুরগাঁও বকসের হাট বামনপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে সাইফুল ইসলাম মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তিনি রাজধানীর উত্তর মুগদায় বসবাস করছেন এবং একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি ৩নং আকচা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ জুলাই থেকে কোটা সংস্কার দাবিতে ছাত্রদের আন্দোলন শুরু হলে, তা দমনে সরকার কঠোর অবস্থান নেয়। মামলায় বলা হয়, শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনসহ ৪৪৭ জন জ্ঞাত এবং ১০ হাজার ২০০ জন অজ্ঞাত ব্যক্তির নির্দেশনা, অর্থায়ন ও অংশগ্রহণে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়।
এতে অভিযোগ করা হয়েছে যে, যৌথভাবে পূর্বপরিকল্পিতভাবে ৪৪ জন পুলিশ সদস্য এবং প্রায় ১,৪০০ জন ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধের শামিল।
এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছে বলে দাবি করেছেন বাদী। তবে এ বিষয়ে আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক মন্তব্য এখনো পাওয়া যায়নি।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :