বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, ভোলা জেলা শাখার উদ্যোগে সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে দুই ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেছেন অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীরা।
নিজ নিজ কর্মস্থলে অবস্থান নিয়ে কর্মচারীরা সুপ্রিম কোর্টের অধীন একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আওতায় বেতন-ভাতা প্রদান, ৭ম থেকে ১২তম গ্রেডভুক্ত জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল কার্যকরকরণ, ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি এবং পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবি জানান।
এসময় কর্মবিরতিতে অংশগ্রহণ করেন জেলা জজ আদালতের নাজির আব্দুল কাদের জিলানী, মোঃ নাজিম উদ্দীন, ক্যাশিয়ার মোঃ আখতার হোসেন, সেরেস্তাদার মোশাররফ হোসেন, মোঃ আমজাদ হোসেন, রতন দে, আজিজুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ জুয়েলসহ প্রায় ৪০ জনেরও বেশি কর্মকর্তা-কর্মচারী।
তাদের দাবি, ন্যায্য সুযোগ-সুবিধা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতেই এই কর্মসূচি পালন করা হয়েছে।
একুশে সংবাদ/ভো.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :