সারা দেশে চুরি ডাকাতি বেড়েই চলেছে প্রতিনিয়ত। এমনি এক ঘটনা ঘটেছে চাঁদপুরের তরপুরচন্ডী ইউনিয়নে। দিনে দুপুরেই গরু চুরি করে কসাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে গরু চোর।
রোববার (৪ মে) দুপুরে চাঁদপুর সদর উপজেলা তরপুরচন্ডী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, সেনের দীঘিরপাড় এলাকার কৃষক আব্দুল মতিন মিজি তার পালিত একটি গাভী সকাল ৯ ঘটিকার সময় রাস্তার পাশে বেঁধে রাখেন। ওই গাভীটি মোহাম্মদ সোহাগ চুরি করে চাঁদপুর বিপনীবাগ বাজারে কষাইয়ের কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয়। গরুর মালিক বলা ১১টার সময় গিয়ে দেখেন গরুটি নেই।
পরে ঘটনা অনুসন্ধান করে চাঁদপুর বিপনীবাগ বাজারে গিয়ে দেখেন, তাদের গরুটি জবাই করা হয়েছে। জবাইকৃত গরুর মাথা দেখেই তারা গরুটি শনাক্ত করতে সক্ষম হন। স্থানীয় সহায়তায় চোরের সন্ধান পেলে জনতা চোরকে হাতে নাতে আটক করে। পরে স্থানীয় জনগণ চাঁদপুর মডেল থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ সময় অসহায় গরুর মালিক আব্দুল মতিন মিজি বলেন, আমার এই গরুটা গাভী তার একটা বাছুর রয়েছে, প্রায় আট কেজি দুধ দেয় প্রতিদিন। এই গরুটাই চুরি করে বিক্রি করে দেয়। আমরা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাই। গরুটি কসাই জবাই করে ফেলেছে গরুর মাথা দেখে আমরা গরুটি শনাক্ত করি । আমার এই গরুটির দাম প্রায় এক লক্ষ ৭৫ হাজার টাকা। কিন্তু চোর চক্র কিভাবে ৫০ হাজার টাকায় বিক্রি করে এবং কসাই কিভাবে এত সস্তায় গরুটি কিনে নেয় আমি এর বিচার চাই।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :