কুমিল্লার তিতাস উপজেলায় বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনে হামলার মামলায় এজাহারনামীয় ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক মিয়াকে(৫৩) গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ফারুক মিয়াকে গৌরিপুর থেকে গ্রেফতার করেন।
ফারুক মিয়া উপজেলার শাহপুর গ্রামের মৃত আনু মিয়া ছেলে ও ৯নং মজিদপুর ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টির মনোনীত সাবেক চেয়ারম্যান। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ বলেন, ফারুক মিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলাসহ ৩টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও আসামীর বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে। ইতিমধ্যে আসামীকে গ্রেফতার করে সোমবার দুপুরে তাকে আদালতেরর মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :