AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলার রাজনীতির স্বচ্ছ প্রতিচ্ছবি মোশারেফ হোসেন শাজাহানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী



ভোলার রাজনীতির স্বচ্ছ প্রতিচ্ছবি মোশারেফ হোসেন শাজাহানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী

ভোলার জনপ্রিয় লেখক, নাট্যকার, সমাজসেবক ও সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের আজ (৫ মে) ১৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের পরিবারবর্গ ও জেলা বিএনপি ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খানি ও কবর জিয়ারত। জেলা বিএনপির আয়োজনে ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মোশারেফ হোসেন শাজাহান বহুমাত্রিক গুণের অধিকারী ছিলেন। ৫০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। ১৯৬৫ সালে আকস্মিকভাবে সম্পৃক্ত হন রাজনীতির সঙ্গে। একধাপে এমপিএ নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। তাও আবার সম্মিলিত বিরোধী দলীয় এমপিএ।

আইউব খানের মৌলিক গণতন্ত্রের সিঁড়ি বেয়ে আইউব মুসলিম লীগের ডাকসাইটে প্রার্থীকে হারিয়ে কিশোর শাজাহান মাত্র সাড়ে ২৫ বছর বয়সে এমপিএ নির্বাচিত হয়েছিলেন। সেই থেকে শুরু। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে দু’দুবার মন্ত্রীত্ব চালিয়ে অবশেষে মৃত্যুর মাত্র ১৫ দিন আগেও ২০ এপ্রিল ইলিয়াস আলীর জন্য ভোলা বিএনপির বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন।

দ্বীপজেলা ভোলার প্রায় সকল উন্নয়ন অগ্রগতির সঙ্গে মোশারেফ হোসেন শাজাহানের নামটি স্মৃতিময় হয়ে রয়েছে। জীবনের সূচনালগ্নে তরুণ বয়সে তিনি নাটক, সাংবাদিকতা, আবৃতি, ফটোগ্রাফিকসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ছাত্রাবস্থায়ই রচনা করেন নাটক ‘নীর ভাঙ্গা ঝড়’ সেই নাটকে তিনি নিজেও অভিনয় করেছেন। ভোলা থেকে তৎকালীন মহাকুমা প্রশাসকের পৃষ্ঠপোষকতায় সেই পাকিস্তান আমলে ‘পাক্ষিক মেঘনা পত্রিকা’ প্রকাশ করেছিলেন। এ পত্রিকাটির কয়েকটি সংখ্যা প্রকাশিত হয়েছিল। তার উদ্যোগে পাকিস্তান আমলে ১৯৬৮ সালে সর্ব প্রথম ভোলা প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়। তিনি ছিলেন, সেই প্রেস ক্লাবের সভাপতি, প্রবীণ সাংবাদিক এম এ তাহের ছিলেন সম্পাদক। ১৯৮০ সালে তিনিই সর্বপ্রথম সাপ্তাহিক ভোলাবাণী প্রকাশের উদ্যোগ নেন। আমার মতো অনেকেই তার সাক্ষী ও সহকর্মী হিসেবে রয়েছেন। ভোলা থেকে একটি দৈনিক পত্রিকা প্রকাশের জন্য ৯১ সালে তিনিই আমাকে সর্বপ্রথম উৎসাহিত করেন। এক কথায় বলা যায়, ভোলার সাংস্কৃতিক উন্নয়ন এবং সংবাদপত্রের বিকাশের ক্ষেত্রে তার অবদান অসামান্য ও অনবদ্য।

বাংলাদেশের অন্যতম পিছিয়ে পরা চলাঞ্চল ছিল ভোলা দ্বীপ। ১৯৬৫ সালে এমপিএ হয়ে তিনিই সর্বপ্রথম এ দ্বীপে উন্নয়নের দ্বীপ জ্বালান। ভোলা শহরের রাস্তাঘাট, ব্রিজ তার সময়ই প্রথম পাকা হওয়া শুরু করে। তিনিই সর্বপ্রথম ভোলায় বিদ্যুৎ চালু করেন। তাই এক হিসেবে তাকেই বলা যায় ভোলার উন্নয়নের মূল স্থপতি। ১৯৭৯ সালে তিনি বিএনপি থেকে এমপি নির্বাচিত হন। প্রেসিডেন্ট জিয়া তাকে উপমন্ত্রীর মর্যাদায় বৃহত্তর বরিশালের জেলা উন্নয়ন সমন্বয়কারী মনোনীত করেন। এ সময় তিনি ভোলা তথা দেশের উন্নয়নের জন্য সদা উদগ্রীব ছিলেন। সরকারি দায়িত্বের পাশপাশি তিনি ‘বন্ধুজন’ প্রতিষ্ঠা করে মানব কল্যাণে পদযাত্রা আয়োজন করেন। যে পদযাত্রা উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি আবদুস সাত্তারসহ ৪ জন মন্ত্রী। পদযাত্রা শেষে ভোলায় সংবর্ধনায় এসেছিলেন তৎকালীন মন্ত্রী পরবর্তীতে রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস। পরবর্তীতে বন্ধুজন পরিষদের মাধ্যমে তিনি অনেক মানব কল্যাণ ও জনসেবামূলক কাজ করেছেন। ভোলার সকল জনগণই তার সাক্ষী।

সর্বশেষ ধর্ম মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। এ সময় তিনি ভোলার প্রায় ১০ হাজার কুঁড়ে ঘরকে টিনের ঘরে পরিণত করেছেন। এ কাজটি করতে অনেক টাকা সংগ্রহ করতে হয়েছে। যার রেশ তাকে টানতে হয়েছে খুবই করুন ভাবে। তবে সকল ঝুঁকি নিয়ে কষ্ট করে তিনি যাদেরকে কুঁড়ে ঘর থেকে টিনের ঘরে উত্তরন ঘটিয়েছেন তারা কিন্তু ভোলার আর্থসামাজিক উন্নয়নের স্মারক সাক্ষী হয়ে রয়েছেন। আজকে ভোলার গ্রামে গঞ্জে খুঁজলেও কুঁড়ের ঘরের অস্থিত্ব পাওয়া যায় না। মূলত এ অবদানের মূল কৃতিত্ব তারই। একজন দেশপ্রেমিক সৎ রাজনীতিবিদের প্রতিচ্ছবি ছিলেন মোশারেফ হোসেন শাজাহান।  একজন মানব কল্যাণে নিবেদিত মানুষ ছিলেন শাজাহান ভাই। অসম্প্রাদায়িক আধুনিক মনস্ক, ধার্মিক, স্বজন ব্যক্তির প্রতিচ্ছবি মোশারেফ হোসেন শাজাহান। আমরা ভোলাবাসী তোমাকে কোনো দিন ভুলবো না।

উল্লেখ্য, মরহুম মোশারেফ হোসেন শাজাহানের মেজ ভাই আলহাজ গোলাম নবী আলমগীর জেলা বিএনপির আহ্বায়ক, ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক আলহাজ গোলাম কিবরিয়া জাহাঙ্গীর ঢাকাস্থ ভোলা সদর উপজেলা সমিতির সভাপতি ও মরহুমের পুত্র বিশিষ্ট সংগীত শিল্পী আসিফ আলতাফ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক।
 

 

একুশে সংবাদ/ভো.প্র/এ.জে

Shwapno
Link copied!