AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নলছিটিতে মাহেন্দ্র-অটোর সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ২



নলছিটিতে মাহেন্দ্র-অটোর সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ২

ঝালকাঠির নলছিটিতে মাহেন্দ্র ও অটোরিক্সার সংঘর্ষে এক বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (৩ মে) সকাল ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কের পশ্চিম দপদপিয়ার বকুলতলা বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাকেরগঞ্জ উপজেলার মৃত ইঙ্গল হাওলাদারের ছেলে মো. হাসেম হাওলাদার (৭০) এবং ফলাঘর গ্রামের ইস্তাক আলীর ছেলে মো. শামীম (৫০)। আহতরা হলেন মো. বাদল (৪৫) ও মো. ফাহিম (১৩)। গুরুতর অবস্থায় তাদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুজনই ফলাঘর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ থেকে বরিশালগামী একটি মাহেন্দ্র গাড়ি একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিক্সার ওপর উঠে যায়। এতে মাহেন্দ্রটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং দুইজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। পুলিশ মাহেন্দ্র গাড়িটি জব্দ করেছে।

নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/ঝ.প্র/এ.জে

Shwapno
Link copied!