AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ



আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাত্র কয়েকদিনের ব্যবধানে পরপর তিনটি পৃথক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, প্রথম চুরির ঘটনা ঘটে উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া মোঃ রফিকুল আজমের গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে।

গত রবিবার ভোর রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের বাড়িতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী খামারী মোঃ রফিকুল আজম।

তিনি জানান, গতরাত তিনটায় গোয়াল ঘরে গরুগুলো দেখাশোনা করে নিজের বসতঘরে ঘুমাতে যান। ফজরের নামাজ পড়তে উঠলে গোয়াল ঘরে গিয়ে দেখেন তালা ভেঙে, রশি কেটে ২টা ষাঁড়, ১টি গাভী ও ১ টি বাছুর নিয়ে গেছে। গরু গুলোর আনুমানিক মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা। এর আগের দিন রাতে সন্দেহভাজন একটি চক্র বাসার মোবাইল ফোন চুরি করে নিয়ে যাই বলে জানান তিনি। পরদিনই দ্বিতীয় চুরির ঘটনা ঘটে সদর ইউনিয়ন পরিষদে, যেখান থেকে নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ নথি, মনিটর ও হার্ডডিস্ক চুরি হয়৷

সর্বশেষ চুরির ঘটনাটি ঘটেছে, গত ২৮ তারিখ রাতে আনোয়ারা সদর ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাশের একটি বহুতল ভবনে। যেখান থেকে চুরি হয় রুবেলের শখের মোটরসাইকেল। এছাড়াও বৈরাগ গ্রামের হুমায়ুন নামের আরেক যুবকের ঘরের তালা ভেঙ্গে মোটরসাইকেল ও মোবাইল  চুরি হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, এলাকায় রাতের বেলা পর্যাপ্ত পুলিশি টহল না থাকলেও চোরের দল একের পর এক এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, হঠাৎ চোরদের বেড়ে যাওয়ারবিষয়টি আমাদের নজরে এসেছে। প্রত্যেকটা ঘটনায় খতিয়ে দেখা হচ্ছে এবং চোরদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

 

একুশে সংবাদ//চ.প্র//এ.জে

Shwapno
Link copied!