বেসরকারী হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকায় গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এতে কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালকে ২ লাখ ৫ হাজার টাকা এবং ইসলামিয়া ডেন্টাল ক্লিনিককে ১০ হাজার জরিমানা প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ডাদেশ দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিজওয়ানা রশিদ, আনসার ও পুলিশসদস্যবৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাসপাতালের লাইসেন্স নবায়ন না করে চিকিৎসাসেবা দেয়া, কোন বৈধ কাগজপত্রাদি না থাকা, রোগীদের নিন্মমানের সেবা প্রদানসহ টেষ্ট বাণিজ্যের নামে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ থাকায় জরিমানা প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা এবং মেডিক্যাল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ৮ ও ১৩ ধারা লঙ্ঘনের দায়ে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ইসলামিয়া ডেন্টাল ক্লিনিকে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
উল্লেখ্য যে, এর আগে ২০২৩ সালের ২৩ নভেম্বর চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালটি সিলগালা করেছিলেন উপজেলা প্রশাসন।
একুশে সংবাদ//গা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :