AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুনামগঞ্জ জেলা কারাগারে চেয়ারম্যানের মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সুনামগঞ্জ
০২:৫৮ পিএম, ১০ এপ্রিল, ২০২৫

সুনামগঞ্জ জেলা কারাগারে চেয়ারম্যানের মৃত্যু

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম ওরফে রাইজুল (৭৪) কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। গ্রেপ্তারের পর বন্দি অবস্থায় তিনি স্ট্রোক করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার (৯ এপ্রিল) রাত ১০টা ২০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা আবু বক্কর। তিনি জানান, লাশ বর্তমানে হাসপাতালের হিমঘরে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়াজুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি, হৃদরোগ ও শ্বাসকষ্টসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন এবং প্রতিদিন ২২টি ওষুধ গ্রহণ করতেন। গত ৩০ মার্চ ঈদের আগের দিন সন্ধ্যায় শান্তিগঞ্জ থানা পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে। পরিবারের দাবি, কোনো মামলা না থাকা সত্ত্বেও তাকে সন্দেহভাজন হিসেবে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারের সময় তার অসুস্থতার বিষয়টি পুলিশকে জানানো হলেও তা গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি আদালতে পাঠানোর সময় চালানপত্রেও তার শারীরিক অবস্থা উল্লেখ ছিল বলে দাবি পরিবারের। ৪ এপ্রিল পরিবারের কাছে খবর আসে তিনি কারাগারে স্ট্রোক করেছেন। তবে কারা কর্তৃপক্ষ বিষয়টি তিন দিন পর জানায়।

পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচার করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার রাতে তিনি মারা যান।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, রিয়াজুল ইসলাম বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি ছিলেন। আদালতের নির্দেশেই তাকে কারাগারে পাঠানো হয়।

রিয়াজুল ইসলামের ভাতিজা আবু বক্কর বলেন, “চাচা গুরুতর অসুস্থ ছিলেন। আমরা বারবার বলেছি উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যেতে, কিন্তু কেউ শোনেনি। এক অসুস্থ মানুষকে এভাবে গ্রেপ্তার করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো।”

এ বিষয়ে জানতে সুনামগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মঈন উদ্দিন ভূঁইয়া এবং কারাধ্যক্ষ আবু সালাম তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

প্রসঙ্গত, রিয়াজুল ইসলাম দীর্ঘদিন বেলজিয়ামে প্রবাস জীবন অতিবাহিত করেন। পরে দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে জড়িত হন এবং সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। তার তিন ছেলে ও দুই মেয়ে যুক্তরাজ্যপ্রবাসী।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!