ঈদ যাত্রায় সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে একাধিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৬ এপ্রিল) উপজেলার রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজারে এসব অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন এবং সহকারি কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে মোটরসাইকেলসহ বিভিন্ন মোটরযান আটক করে ৪১টি মামলায় ৬৯হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন রামগতি সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইশতিয়াক আহমেদ এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী রামগতি থানার পুলিশের একটি দল। উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
উল্লেখ্য, উপজেলার আলেকজান্ডার বাজার থেকে সোনাপুর রুটে সিএনজির নিয়মিত ভাড়া ১শ টাকা হলেও ঈদ উপলক্ষে ১৮০ থেকে ২০০ টাকা, রামদয়াল বাজার থেকে সোনাপুর ১৫০ থেকে ১৮০ টাকা নিচ্ছে চালকরা। উপজেলা সদর থেকে লক্ষ্মীপুরের ভাড়া ১২০ টাকা হলেও নেওয়া হচ্ছে ২শ টাকা করে। এছাড়াও উপজেলার অভ্যন্তরীণ রুটগুলোতেও এক থেকে দেড়গুন বেশি ভাড়া নিচ্ছেন চালকরা। দুরপাল্লার বাসগুলোতেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :