ফিলিস্তিনের নিরীহ জনতার উপর দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে বর্বর গনহত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকাল তিনটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শাপলা চত্বর মুক্ত মঞ্চে মানববন্ধন এসে সমবেত হয়।
সংক্ষিপ্ত বক্তব্য বক্তরা বলেন, পবিত্র মাহে রমজানের এ মাসেও দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনের ঘরে ঘরে হামলা চালিয়ে শিশু, নারী, বৃদ্ধসহ হাজারো মানুষকে হত্যা করছে। এই নৃশংসতা আন্তর্জাতিক মানবাধিকার ও সভ্যতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কিন্তু জাতিসংঘসহ বিশ্ব মানবাধিকার সংগঠনগুলো এসব বর্বরোচিত হামলার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে ইহুদিদের বিদেশি পণ্য বয়কট করার আহ্বান জানান বাংলাদেশের ১৮ কোটি জনসাধারণকে।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী এয়াকুব আলী চৌধুরী, খাগড়াছড়ি জেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :