AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আড়াইহাজারে বসতবাড়িতে ও টেক্সটাইল কারখানায় ডাকাতি নগদ টাকা স্বর্ণালংকার লুট



আড়াইহাজারে বসতবাড়িতে ও টেক্সটাইল কারখানায় ডাকাতি নগদ টাকা স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে  ঝাউগড়া এলাকায় বসতবাড়িতে ও ছোট বারৈপাড়ায় টেক্সটাইল কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। 


বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ওই এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে নজরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। একতলা বাড়ির প্রধান ফটকের কেচি গেট কেটে ঘরের দরজা ভেঙ্গে ছয় সাত জনের একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল ঘরে প্রবেশ করে। বাড়ির লোকদের জিম্মি করে নগদ ২ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ২টি মোবাইল ফোন লুটে নেয়। এ সময় পাশের বাড়ির ভাড়াটিয়া শামীম এর ঘর থেকে দশ আনা ওজনের স্বর্ণালংকার ও একটি মোবাইল লুটে নেয়।


একই রাতে উপজেলার ছোট বারৈইপাড়া এলাকার আমিনুলের মালিকানাধীন টেক্সটাইল কারখানায় ১০-১২ জন মুখোশধারী সঙ্ঘবদ্ধ ডাকাত দলের সদস্য কারখানা সংলগ্ন অফিস রুমের কাঠের দরজা  ভেঙ্গে ভিতরে প্রবেশ করে,অফিস রুমে থাকা স্টিলের আলমারি লোহার সাবল দিয়ে ভেঙ্গে ৫ লাখ টাকা, সিসিটিভি মনিটর  রেকর্ডিং মেশিন  নিয়ে যায়।


উভয় ঘটনায় আড়াই হাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন জানান ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!