AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাড়ির সামনে  দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে যুবক গুলিবিদ্ধ



বাড়ির সামনে  দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে যুবক গুলিবিদ্ধ

চট্টগ্রামে নগরীর চান্দগাঁও দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে মোহাম্মদ আজম নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। ভুক্তভোগী ঐ যুবককে গুরুতর আহত অবস্থায় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে বহদ্দারহাট বাড়াই পাড়ায় নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, বড় ছেলের বিয়ের কথাবার্তা চলছে। বড় ছেলে বিদেশ থাকে। বিয়ের জন্য কিছু জিনিসপত্রও কেনা হয়েছে। হয়তো তার খবর পেয়ে ডাকাতি করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা হানা দেয়। পরিবারের অন্যান্য সদস্যরা সবাই ঘুম ছিল। বাধার মুখে হয়তো ছোট ছেলে আজমকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার হাতে এবং মুখে গুলি করা হয়েছে। এতে ৮/১০ টা দাঁত মাড়িসহ পড়ে গেছে। গুলিটি গলায় আটকে আছে। ভিকটিমের বড় ভাইয়ের স্ত্রী বলেন, আমার দেবরকে গুলি করেছে দুর্বৃত্তরা। চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনো পুলিশকে জানানো হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে চান্দগাঁও অফিসার ইনচার্জ ( ওসি) আফতার উদ্দিন বলেন, আমাদের কাছে এ সংক্রান্ত কোন তথ্য নাই। খবর নিয়ে জানাচ্ছি।

 

একুশে সংবাদ/ এস কে 

Shwapno
Link copied!