AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ীতে এপেক্স ক্লাবের এজিএম ও সেলাই মেশিন বিতরণ


Ekushey Sangbad
জুড়ী উপজেলা প্রতিনিধি, মৌলভীবাজার
০৫:০৫ পিএম, ১ ডিসেম্বর, ২০২৪

জুড়ীতে এপেক্স ক্লাবের এজিএম ও সেলাই মেশিন বিতরণ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা-৪ এর আওতাধীন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালি ও এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ‍‍`র এজিএম ও সেলাই মেশিন বিতরণ সম্পন্ন হয়েছে।  

শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত এজিএম এ যৌথভাবে সভাপতিত্ব করেন এপে. নোমান আহমদ ও এপে. আনিছুর রহমান শিপলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ গভর্নর এপেক্সিয়ান এডভোকেট একেএম সমিউল আলম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর এপেক্সিয়ান এডভোকেট আব্দুল খালিক, জেলা গভর্নর (ইলেক্ট) এপেক্সিয়ান অ্যাডভোকেট জয়ন্ত চন্দ্র ধর, আইপিডিজি এপে. অ্যাডভোকেট জালাল উদ্দিন, পিএনএসডি ও পিডিজি এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ, পিডিজি ও পিএনএসডি এপেক্সিয়ান অ্যাডভোকেট মাসুম আহমদ, পিডিজি এপে. আহমেদ জাকারিয়া প্রমুখ। 

এজিএম এ এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ২০২৫ বর্ষের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নির্বাচিত হন যথাক্রমে এপে. হাসান আহমদ ও এপে. শামীম আহমদ। 

এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ‍‍`র ২০২৫ বর্ষের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নির্বাচিত হন যথাক্রমে এপে. ওমর ফারুক ও এপে. ইঞ্জিনিয়ার ফখরুল আবেদীন রুবেল। এজিএম শেষে ১২ জন অসচ্ছল মানুষের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। 

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!