AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বজ্রপাতে পাঁচ জেলায় ৮ মৃত্যু


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:৫৩ পিএম, ৭ এপ্রিল, ২০২৪
বজ্রপাতে পাঁচ জেলায় ৮ মৃত্যু

বজ্রপাতে ৫ জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে, ঝালকাঠিতে ৩ জন ও খুলনা, পটুয়াখালী, বাগেরহাট, ভোলা ও নেত্রকোনা জেলায় একজন করে মারা যায়। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা যায়।

ঝালকাঠি

ঝালকাঠিতে দুই উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের হেলেনা বেগম (৪০), সদর উপজেলার শেখেরহাট গ্রামের মিনারা বেগম (৩৫) ও পোনাবালিয়া গ্রামের মাহিয়া আক্তার ঈশানা (১১)।

এর মধ্যে, হেলেনা বেগম ও মিনারা বেগম গৃহিনী। মাহিয়া আক্তার ঈশানা আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঝালকাঠিতে সকাল ১০টার দিকে ঝড় শুরু হয়। সেসময় মাঠ থেকে গবাদিপশু আনতে গেলে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়।

খুলনা

খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে মো. ওবায়দুল্লাহ গাজী (২৯) নামে এক মৎস্যচাষির মৃত্যু হয়েছে। রোববার (৭ এপ্রিল) সকালে উপজেলার গুটুদিয়ার কোমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওবায়দুল্লাহ গাজী ওই গ্রামের মো. দেলোয়ার হোসেন গাজীর ছেলে। নিহতে ফুফাতো ভাই আবু সুফিয়ান বলেন, সকালে বাড়ির পাশে কানাইডাঙ্গা বিলে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান ওবায়দুল্লাহ।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও পটুয়াখালী, বাগেরহাট, ভোলা ও নেত্রকোনা জেলায় একজন করে মারা যান। 
 

একুশে সংবাদ/ম.ন.প্র/জাহা

 

Link copied!