AB Bank
ঢাকা বুধবার, ২২ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়ায় ৭৪ লাখ টাকা কৃষি প্রণোদনা পেয়েছেন চাষিরা


ভাঙ্গুড়ায় ৭৪ লাখ টাকা কৃষি প্রণোদনা পেয়েছেন চাষিরা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা চলতি রবি মৌসুমে ৭৪ লাখ টাকা কৃষি প্রণোদনা পেয়েছেন। ভাঙ্গুড়া উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী এ মৌসুমে উপশী জাতের বোরো আবাদে ২,৩০০ জন কৃষক প্রত্যেকে পাঁচ কেজি ধান বীজ, দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার পেয়েছেন।

অন্যদিকে হাইব্রিড বোরো আবাদে ৪,৫০০ জন কৃষক প্রত্যেকে দুই কেজি ধানের বীজ পেয়েছেন। উভয় প্রণোদনায় ব্যয় হয়েছে ৭৪ লাখ টাকা।

এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার খানমরিচ ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামের রিমন সরকার উপশী জাতের বোরো ধান ও দিলপাশার ইউনিয়নের আদাবাড়ীয়া গ্রামের কৃষক আরিফ হোসেন হাইব্রিড জাতের ধানের আবাদ করেছেন বলে জানা গেছে।

ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান বলেন, উপজেলায় খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি ও হাইব্রিড ধান চাষে উদ্বুদ্ধ করতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৬,৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের বিনামুল্যে সার ও বীজ প্রদান করা হয়েছে। এতে প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে চাষাবাদ করতে পারবেন।

 

একুশে সংবাদ/শে.সা.উ/সা.আ

 

Link copied!