AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে মাদক মামলার আসামির ২ বছরের কারাদণ্ড


Ekushey Sangbad
উজিরপুর উপজেলা প্রতিনিধি, বরিশাল
০৮:৪৮ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
উজিরপুরে মাদক মামলার আসামির ২ বছরের কারাদণ্ড

বরিশালের উজিরপুরে আব্দুল রব সরদার (৪৮) নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম শোলক রব সরদারের বাড়িতে অভিযান পরিচালনা করে এই সাজা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম ইশমাম। উজিরপুর মডেল থানার পুলিশের একটি দল এতে সহযোগিতা করে।

প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শোলক  ইউনিয়নের পশ্চিম শোলক রব সরদারের বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর কাছ থেকে ৩ পিছ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রব সরদারকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২৭ শত টাকা অর্থদণ্ড  দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম ইশমাম বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করা রব সরদার একজন গডফাদারে পরিণত হয়েছেন। এলাকার কিশোরদের ব্যবহার করে নানা পয়েন্টে ইয়াবা সাপ্লাই করে আসছিলেন ।


একুশে সংবাদ/র.ই.প্র/জাহা

Link copied!