AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুরুদাসপুরে নাজিম উদ্দিন স্কুলের বিদায় ও বরণ অনুষ্ঠান


Ekushey Sangbad
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি, নাটোর
০৪:৫৮ পিএম, ২৮ জানুয়ারি, ২০২৪

গুরুদাসপুরে নাজিম উদ্দিন স্কুলের বিদায় ও বরণ অনুষ্ঠান

নানা আনুষ্ঠানিকতায় নাটোরের গুরুদাসপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। নবীণ শিক্ষার্থীদের ফুল ও মিষ্টিমুখ করিয়ে বরণ ও বিদায়ীসহ সকলের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

রবিবার(২৮জানুয়ারী)বেল ১১ টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিষ্ঠান চত্তরে ওই বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়।

সহকারী প্রধান শিক্ষক আফসার আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদীন,চলনবিল প্রেসক্লাবের সভাপতি এমএম আলী আক্কাছ, শিক্ষাবীদ সাজেদুর রহমান সাজ্জাদ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি আনোয়ার হোসেন বলেন, ‘প্রতিটি শিক্ষার্থীকে নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা সম্পর্কে সচেতন থাকতে হবে। সময়মতো নিয়মিত পড়ালেখা একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলে। আগামীর বাংলাদেশ বির্নিমানে শিক্ষকদের আন্তরিক, অভিভাবকদের সচেতন ও শিক্ষার্থীদের বইমুখী হতে তিনি পরামর্শ দেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!